• ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারের উদ্বোধন

khaskhabarbd24
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৩

এখন থেকে ভারতীয় ভিসার জন্য কুষ্টিয়া থেকেই এপ্লিকেশন করা যাবে। এই লক্ষে গতকাল ১৬ এপ্রিল রবিবার কুষ্টিয়া শহরের এন এস রোডের জেলা পরিষদ ভবনে এই ভিসা এপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মি: প্রণয় ভার্মা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন।
ভিসা সেন্টার উদ্বোধনের ফলে কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হল। এখন থেকে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার ভিসা প্রত্যাশীরা এখান থেকেই ভারতীয় ভিসার জন্য এপ্লিকেশন করতে পারবেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের স্নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।