• ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

khaskhabarbd24
প্রকাশিত মার্চ ১২, ২০২৩

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দবিরমোল্লা গেটের কাছে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কুষ্টিয়া শহরতলীর দেশয়ালীপাড়া বশিরুল আলমের ছেলে সামস লিখন (২৬) ও লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে আবদুর রউফ (৩৭)। সামস লিখন ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় জানান, সকালে সামস লিখন মোটরসাইকেলে ঢাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবিরমোল্লা গেটের পাশে নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে সকাল সাড়ে ৮টাক দিকে একই মহাসড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের ধাক্কায় আবদুর রউফ নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। তিনি সকালে কাজের জন্য শহরের দিকে যাচ্ছিলেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।