কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মিরপুর উপজেলার নওদাপাড়ার তরিকুল ইসলাম (৩০) এবং মাহদিপুরের শাকিল আহম্মেদ (২০)। এ ঘটনায় নাইম হোসেন (১৬) নামের আরও একজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে বৃষ্টি শুরুহলে হতাহতর আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল । হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন তড়িতাহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তরিকুল এবং শাকিলকে মৃত ঘোষনা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তরিকুল ইসলাম এবং শাকিল আহম্মেদের মৃত্যু হয়।#