• ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মিরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

khaskhabarbd24
প্রকাশিত মার্চ ১৭, ২০২৩
  1. কুষ্টিয়ার মিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার ১৭ মার্চ) সকালে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশিদা বেগম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও হারুন অর রশিদ, পৌরসভার পক্ষে মেয়র হাজী এনামুল হক, মিরপুর থানার পক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের পক্ষে সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস পুষ্পস্তবক অর্পণ করেন।পরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।পরে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।